December 26, 2024
জাতীয়

নতুনদের জায়গা ছেড়ে দিতে হয়

বিদায়ী মন্ত্রীদের অভিমত
দক্ষিণাঞ্চল ডেস্ক
মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের আগে সচিবালয়ে নিজেদের শেষ কর্মদিবসে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নতুনদের জায়গা দিতে পুরনোদের সরে যাওয়া চিরায়ত নিয়মের কথাই বলেছেন বিদায়ী মন্ত্রীরা। গতকাল সোমবার দুপুরের পর শেখ হাসিনার চতুর্থ মেয়াদের সরকারের সদস্যরা শপথ নেন। এই সরকারে বাদ পড়েছেন গত সরকারের প্রবীণ মন্ত্রীদের প্রায় সবাই।
নতুন সরকারের শপথের আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, খাদ্যমন্ত্রী কামর“ল ইসলাম আনুষ্ঠানিকভাবে নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নেন।
নয় বছর বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পর স্থান ছেড়ে দিতে পেরে নিজেকে ‘সৌভাগ্যবান’ মনে করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল। তিনি বলেন, নতুনদের জায়গা দিতে হয়, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। আমি সৌভাগ্যবান।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য নতুন সরকারের সাফল্য কামনা করে বলেন, যারা মন্ত্রী হচ্ছেন তারা সবাই চমৎকার মানুষ, সৎ, পরীশিক্ষিত এবং দীর্ঘদিনের রাজনীতিক, এটা তাদের প্রাপ্য। বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া টিপু মুনশিকে ‘বিনয়ী মানুষ’ উলে­খ করে তার সফলতা প্রত্যাশা করেন বিদায়ী বাণিজ্যমন্ত্রী তোফায়েল।
টানা দুই মেয়াদে সরকারে থাকা কামরুল বলেন, নতুনদের জন্য পুরাতনদের জায়গা ছেড়ে দিতে হয়।
‘ভালো মন্ত্রিসভা হয়েছে’ মত দিয়ে তিনি বলেন, আশা করছি, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। খাদ্যমন্ত্রী হিসেবে নতুন সরকারে যোগ দিচ্ছেন নওগাঁর সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার।
দায়িত্ব পালনের শেষ দিনেও অটিজম আক্রান্ত সহ প্রতিবন্ধীদের যেন কোনোভাবেই অবহেলা না করা হয়, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের তা স্মরণ করিয়ে দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। এ সংক্রান্ত আইন যথাযথভাবে অনুসরণ করতেও কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে যান তিনি।
এতদিন প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নুরুজ্জামান আহমেদ নতুন সরকারে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ময়মনসিংহের সংসদ সদস্য শরীফ আহমেদকে করা হয়েছে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, সকলের পরিশ্রমের ফলে নামগন্ধহীন নৌপরিবহন মন্ত্রণালয় আজ উন্নয়নের অগ্রযাত্রায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। উন্নয়ন ও অগ্রগতির এ ধারাকে অব্যাহত রাখতে নতুন মন্ত্রীদের সাফল্য কামনা করেন তিনি।
নতুন সরকারে নৌমন্ত্রী হিসেবে কেউ দায়িত্ব পাননি। এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী করা হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে। ঠিক ১০ বছর আগে যে দিনে যে সভা কক্ষে বসে প্রথম সভা করে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হয়ে কাজ শুরু করেছিলেন, সেই সভা কক্ষেই এক অনুষ্ঠানের মধ্য দিয়ে একই দিনে বিদায় নেন শিক্ষামন্ত্রী নাহিদ।
বিদায়ী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ২৫ জন কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য চুপচাপ বসে শোনেন বিদায়ী শিক্ষামন্ত্রী। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের বক্তব্য শেষে কথা বলেন তিনি।
নাহিদ বলেন, আশা করছি তারা (নতুন মন্ত্রী) ধারাবাহিকতা বজায় রেখে মন্ত্রণালয়কে আরও উচ্চ স্তরে নিয়ে যাবেন। নতুন সরকারে দীপু মনি শিক্ষামন্ত্রী এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
অবসরে বই পড়ে সময় কাটাবেন বলে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আমাকে অনেকেই বলেন অবসরে কী করব? বাংলাদেশের করার কোনো ক্ষেত্রের অভাব নেই। আমার সংগ্রহে ৫০ হাজার বই আছে, একগুলোর সবগুলো পড়া হয়নি, এগুলো পড়ব। আর আমি ৩৪টি বই লিখেছি, আরও বই লিখব।
নিজে থেকে বিদায় নিতে পারাকে ‘সৌভাগ্য’ মন্তব্য করে হাসতে হাসতে মুহিত বলেন, অবসর না নিয়ে ঝেঁটিয়ে বিদায় হয়ে যাওয়া, সেটার থেকে তো রক্ষা পেয়েছি। এটি খুব আমার আনন্দের বিষয় আমাকে বিদায়-টিদায় করতে হয়নি, আমি নিজে নিজেই বিদায়টা নিয়ে নিয়েছি। সেজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে অতান্ত কৃতজ্ঞ। নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্বে আসছেন এতদিন পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে থাকা আ হ ম মুস্তফা কামাল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *