নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল
আওয়ামী লীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগ খুলনা মহানগর শাখার সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেনের আশু শুস্থতা কামনায় দোয়া মাহাফিল করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ। গতকাল রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর জেড এ মাহামুদ ডন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জাতিয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, শ্যামল সিংহ রায়, এ্যাড. খন্দকার মুজিবুর রহমান, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মোঃ মফিদুল ইসলাম টুটুলে কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, অসিত বরন বিশ্বাস, কাউন্সিলর লুৎফুন নেসা লুৎফা, কাউন্সিলর কনিকা সাহা, মনিরজ্জামান সাগর, শফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, ফেরদৌস হোসেন লাবু, মোঃ নুর ইসলাম, ফায়েজুল ইসলাম টিটো, ইউসুফ আলী খান, মোঃ জিলহাজ হাওলাদার, অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, মোঃ কামরুল ইসলাম, এ্যাড. আহাদুজ্জামান, মোস্তাফিজুর রহমান কামাল, এস এম হোসেনুজ্জামান হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, কাজী হারুুন অর রশিদ, নজরুল ইসলাম নবী, ইসমাইল হোসেন ইমন, শেখ রায়হান উদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন, আশরাফুল আলম বাবু, রাহাত আলী মোড়ল, রফিকুল ইসলাম কাজল, আনোয়ার হোসেন, মোঃ সাহিদ শেখ, মোঃ মাসুম হাওলাদার, মোঃ শফিকুল ইসলাম অভি, শেখ শহিদুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় তার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।