নগর সিপিবি’র সাংগঠনিক মাসের কর্মসূচি পালিত
বাংলাদেশের কমিউনিস্ট পার্টিÑসিপিবি’র খুলনা মহানগর কমিটি ঘোষিত সাংগঠনিক মাসের কর্মসূচির অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় মহানগরীর করিমনগর, হাসানবাগ, খুলনা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় মতবিনিময়, প্রচারপত্র বিলি ও স্টিকার লাগানো কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিসমূহে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেনÑমহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সোনাডাঙ্গা থানা সভাপতি নিতাই পাল, সাবেক ছাত্রনেতা মীর ওবায়দুর রহমান, জেলা যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, শ্রমিকনেতা মোঃ আরমান হোসেন, হাফিজুর রহমান, শরিফুল ইসলাম প্রমুখ। এ সময়ে নেতৃবৃন্দ নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রাকৃতিক খাল উন্মুক্তকরণ এবং নদ-নদীসমূহ অবৈধ দখলমুক্ত ও মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার্থে মশা নিধন কার্যক্রম জোরদার করার আহŸান জানান।