নগর সিপিবি’র কর্মীসভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর কমিটির এক জরুরূ কর্মীসভা গতকাল বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলের মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সোনাডাঙ্গা থানা সভাপতি নিতাই পাল, সদর থানা সভাপতি দীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, খালিশপুর থানা সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, মহানগর নেতা তোফাজ্জেল হোসেন, ওয়াহিদুর রেজা বিপলু, সাইদুর রহমান বাবু, এস এম বাবর আলী, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির, গোলাম রব্বানী, শরীফুল ইসলাম সেলিম, পলাশ দাশ, অশোক মণ্ডল, পারভীন আক্তার শিলা, শ্রমিকনেতা আজাদ বিন আমির, ছাত্রনেতা সৌরভ সমাদ্দার, প্রীতম সরদার, তৈয়েবুর রহমান, অমিত দাস, কিংকর হীরা প্রমুখ। কর্মীসভায় বক্তারা সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন পর্যালোচনা করেন। সভায় পার্টির সদস্যপদ নবায়নের ব্যাপারে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও কতিপয় গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।