December 22, 2024
আঞ্চলিক

নগর যুব মহিলা লীগ নেত্রী সাথীর স্মরণ সভা অনুষ্ঠিত

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়মাী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, একজন সাথী সব সময় তৈরী হয়না। সাথী সকল প্রতিকূলতা উপেক্ষা করে আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তার মত একজন ত্যাগী নিবেদিত কর্মী পাওয়া খুবই কষ্টের।

গতকাল সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত মহানগর যুবমহিলা লীগের যুুগ্ম আহবায়ক নয়মী বিশ্বাস সাথীর স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফা, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, এ্যাড. সেলিনা আক্তার পিয়া।

স্মরণ সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, নুর ইসলাম বন্দ, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, কামরুজ্জামান জামাল, শ্যামল সিংহ রায়, এ্যাড. ফরিদ আহমেদ, জোবায়ের আহমেদ খান জবা, এ্যাড. অলোকা নন্দা দাস, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. জাহাঙ্গীর হোসেন খান, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, তসলিম আহমেদ আশা, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, অসিত বরণ বিশ্বাস, লুৎফুন নেছা লুৎফা, মো. মোতালেব মিয়া, সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, চ. ম. মুজিবর রহমান, শেখ জাহিদ হোসেন, জিয়াউল ইসলাম মন্টু, মো. শিহাব উদ্দিন, মো. জাকির হোসেন, অহিদুজ্জামান পলাশ, এ্যাড. আকিল উদ্দিন, মুন্সি নাহিদুজ্জামান, জামিল খান, দেব দুলাল বাড়ৈই বাপ্পি, বলাকা রায়, আঞ্জুমান আরা বেগম, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, এ্যাড. জেসমিন সুলতান জলি, মনোয়ারা বেগম, ফেরদৌসী আলম রিতা, জেসমিন সুলতানা, ফাতেমা মিতা, লিমা আক্তার, শবনম মোস্তারি বকুল, মেহজাবিন খান, ডা. নাজমা, কাউন্সিলর কনিকা সাহা, এ্যাড. শিউলি, রুনা আক্তার, আইরিন সুলতানা, লতা, নাজনীন নাহার বিউটি, দিপ্তী, রেশমা আক্তার, নীনা বেগম, নোপা, বিপাশা আক্তার, নিশা, মারুফা বেগম, কনক, তিসা, সুইটি, রীমা আক্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া সাথীর স্বামী মাসুদ বন্দ ও ছেলে স্মরণ সভায় উপস্থিত ছিলেন। স্মরণ সভার শুরুতে সাথীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণ সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *