নগর বিএনপির প্রতীকী অনশন আজ
কারাগারে বন্দী বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনায় রবিবার প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে। দলের নগর শাখার উদ্যোগে কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে পালিত হবে এ কর্মসূচি। সকাল ১০ টায় কর্মসূচি শুরু হবে, চলবে দুপুর ১ টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষে বর্ষিয়ান রাজনীতিবীদ, ভাষা সৈনিক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করাবেন।
কর্মসূচিতে বিএনপি এবং তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা অংশ নেবেন। এছাড়া জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ কর্মসুচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন।
নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকেসহ আপামর খুলনাবাসীকে কর্মসূচিতে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।