নগর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
শহীদ জিয়ার আদর্শে গণজাগরণ সৃষ্টি করে কারারুদ্ধ বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমেই গণতন্ত্রের মুক্তি ঘটবে এবং দেশে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৮ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ‘শহীদ জিয়ার আদর্শ ও কর্মময় জীবন’ শীর্ষক এ আলোচনা সভা শুরু হয়। এর মাধ্যমে দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগর বিএনপি ঘোষিত পাঁচ দিনের কর্মসূচি শেষ হলো।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, মুজিবর রহমান, শরিফুল ইসলাম বাবু।
প্যানেল আলোচক ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. গাজী আব্দুল বারী, বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক এম এ মান্নান, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুল হাসান রুবা, বিএফইজের সাবেক সহ সভাপতি ড. জাকির হোসেন এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অধ্যাপক ডাঃ সেখ মোঃ আখতার উজ জামান। আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সভায় সূচনা বক্তব্য রাখেন অধ্যক্ষ তারিকুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াত করেন শহিদুল ইসলাম।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমীর এজাজ খান, এ্যাড. বজলুর রহমান, এ্যাড. এস আর ফারুক, মনিরুজ্জামান মন্টু, এ্যাড. মোমরেজুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, জাহিদুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, মহিবুজ্জামান কচি, শাহিনুল ইসলাম পাখী, মেহেদী হাসান দীপু, আজিজুল হাসান দুলু, এ্যাড. মশিউর রহমান নান্নু, এ্যাড. গোলাম মাওলা, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, জালু মিয়া, আব্দুর রহিম বক্স দুদু, এহতেশামুল হক শাওন, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, বিপ্লবুর রহমান কুদ্দুস, মুর্শিদ কামাল, মাসুদ পারভেজ বাবু, শামসুজ্জামান চঞ্চল, নাজমুল হুদা চৌধুরী সাগর, কামরান হাসান, শরিফুল ইসলাম সুমন, নিয়াজ আহমেদ তুহিন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, আবুল কালাম জিয়া, এ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, এ্যাড. হাসিবুর রহমান, জোয়াদ্দার হোসেন জলি, এ্যাড. জোয়াদুর রসুল খোকন, মুজিবর রহমান ফয়েজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ ইমাম হোসেন, আফসারউদ্দিন মাস্টার, হাফিজুর রহমান মনি, বদরুল আনাম, জামিরুল ইসলাম, কালাম শিকদার, শমসের আলী মিন্টু, হাসানউল্লাহ বুলবুল, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, অধ্যাপক শফিকুল ইসলাম মুন্সি, হাবিব বিশ্বাস, শরিফুল আনাম, মেজবাহউদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, জাহিদ কামাল টিটু, তৌহিদুল ইসলাম খোকন প্রমুখ।