নগর নিসচা’র আহবায়ক বিপ্লবকে সুইডেনে কনফারেন্সে আমন্ত্রণ
খবর বিজ্ঞপ্তি
তৃতীয় গেøাবাল মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন রোড সেফটি ২০২০ সুইডেনের রাজধানী স্টকহোম-এর ওয়াটারফন্ট কংগ্রেস সেন্টারে ১৯-২০ফেব্রæয়ারি অনুষ্ঠিত হবে। উক্ত কনফারেন্স-এ সুইডেন সরকারের আমন্ত্রণে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)’র প্রতিনিধি হিসেবে রোড সেফটি-ক্লাইমেট ক্যাটাগরিতে সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব কনফারেন্সে অংশ গ্রহন করবেন। সম্মেলনে সারা বিশ্বের প্রায় ১‘শ টি দেশের মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা যোগ দেবেন। এসএম ইকবাল হোসেন বিপ্লব নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর শাখার আহবায়ক এছাড়াও দুদক পরিচালিত দুর্নীতি প্রতিরোধ কমিটি খুলনা জেলা শাখার নির্বাহী সদস্য, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সমাজসেবা সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন।
তার সুইডেন-এ রোড সেফটি কনফারেন্সে অংশ গ্রহনের জন্য আমন্ত্রিত হওয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অভিন্দন জানিয়েছেন সদস্য সচিব প্রভাষক এসএম সোহেল ইসহাক, যুগ্ম আহবায়ক এমডি খাইরুল ইসলাম জনি, শেখ মনির আহমেদ মুন্না, মো: সাইফুল ইসলাম, শেখ মো: নাসিরউদ্দিন, সামছুন নাহার লিপি,আব্দুস সালাম শিমুল, বনানী আফরোজা, মো: শহিদুল ইসলাম, ইঞ্জি: মিজানুর রহমান, মো: সোলায়মান হোসেন, শেখ মো:বাহালুল আলম, রোজী ইসলাম নদী, মো: নজরুল ইসলাম, মো: নাজমুল হোসেন, এসএম জাহিদ সিদ্দিকী, মো: আকরাম হোসেন, খান ইমরান আহমেদ, মো: রুহুল আমীন সোহাগ, মো: রেজাউল করিম, মো: রাকিব উদ্দিন ফারাজী, আবুল হাসান, মো: মোরশেদ আলম, মাহমুদা আক্তার লিজা, আফজাল দেওয়ান, এ্যাড, মো: মেহেদী ইনছার, অধ্যাপক তাসরিনা বেগম, খ ম শাহীন, এমএ মান্নান বাবলু, হারুন অর রশীদ খান, মো: মিশকাতুল ইসলাম, মো: ফিরোজ আলী, মো: মাসুদ রানা, শিরিনা পারভীন, শামসুল কাদের, কাজী রাসেল, ফরিদ খান, জয়নাল ফরাজী, শেখ হাসান মাহফুজ, শাখায়াৎ হোসেন স্বপন, শেখ এনছান উল্লাহ রিংকু, মো: হাছিবুর রহমান, কাজী তাসকিন আহমেদ, মো: ইফতেখান হোসেন, মো: আনিছুর রহমান কবির। অনুরূপ বিবৃতি জানিয়েছেন নিসচা’র সাবেক জেলা সভাপতি মো: হাছিবুর রহমান হাছিব,আনোয়ারা পারভীন আক্তার পরী, এসএমএ রহিম, এম মোস্তফা কামাল প্রমুখ।