নগর ডিবি’র অভিযানে ২৩৭ পিস ইয়াবাসহ আটক ১
দ: প্রতিবেদক
খুলনায় ২৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক অসিম কুমার রায় (৪০) রূপসার ইউনিয়ন টিএস বাহিরদিয়া এলাকার মৃত অনন্ত কুমার রায়। কেএমপির’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বিপিএম এর নির্দেশে এবং প্রত্যক্ষ তদারকিতে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন ১৮, যশোর রোড (জেলা স্কুলের বিপরীত) এলাকা থেকে তাকে ২৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।