নগর ডিবি’র অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ৩
দ: প্রতিবেদক
খুলনায় ৮বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার খালিশপুর ও সোনাডাঙ্গা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার কুন্দিপুর (পালপাড়া) এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের মেয়ে মোছাঃ হালিমা (৩৭), জীবননগর উপজেলার মোঃ হাফিজুর রহমানের স্ত্রী মোছাঃ জাহানারা খাতুন (৪০) ও সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকার মোঃ হেমায়েত গাজীর ছেলে মোঃ অহিদুল ইসলাম @ অভি (১৬)।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খালিশপুর থানাধীন নয়াবাটি মুন্সিবাড়ী মোড়স্থ লিমন ষ্টোরের সামনে থেকে ৮ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ হালিমা ও জাহানারা খাতুনকে আটক করা হয়। পৃথক অভিযানে সোনাডাঙ্গা মডেল থানাধীন বানরগাতী (বন্দরগাতি) ইউসেফ স্কুলের গলি থেকে অভিকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে খালিশপুর ও সোনাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।