নগর ডিবি’র অভিযানে গাঁজাসহ আটক ২
দ: প্রতিবেদক
খুলনায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন হাজী ইসমাইল লিংক রোডের আল আমিন মহলা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ডুমুরিয়া উপজেলার শাহপুর খাঁ পাড়া এলাকার মৃত ওমর খানের ছেলে বাবুল খান (৪৫) ও সোনাডাঙ্গা মডেল থানাধীন বানরগাতী আল আমিন মহলার দিদার আলীর স্ত্রী রিনা বেগম (৩৩)।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড পিআর) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।