নগর ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ২
দ: প্রতিবেদক
খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামের জামির সরদারের ছেলে মোঃ আলামিন @ আকাশ সরদার (২৪) ও একই এলাকার মোঃ সোহেল হাওলাদারের ছেলে মোঃ আলামিন @ শান্ত হাওলাদার (১৯)। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শনিবার বেলা পৌনে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন বিআইডিসি রোডস্থ দূর্বাসংঘ ক্লাব রোডের মাথায় হাসেমের রিক্সার গ্যারেজের সামনের এলাকা থেকে আসামীদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।