নগর ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ১
দ: প্রতিবেদক
খুলনায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত যুবক মোঃ জীবন আহম্মেদ রাজু (১৯)। সে সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া বাজার এলাকার মোঃ আব্দুল খালেকের পালিত সন্তান। কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বিপিএম এঁর নির্দেশে এবং প্রত্যক্ষ তদারকিতে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম সোনাডাঙ্গা মডেল থানাধীন শেখপাড়া বাজার বিকে রায় রোডস্থ চায়না গলির এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।