নগর ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ১
দ: প্রতিবেদক
খুলনায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিরুল হাসান লেলিন (৪৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত লেলিন খালিশপুর থানাধীন নয়াবাটি এলাকার মৃত আব্দুল ছালাম খানের ছেলে। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল মঙ্গলবার খালিশপুর থানাধীন নয়াবাটি মোড়স্থ ফিরোজা মেডিসিন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা রুজু করা হয়েছে।