নগর ছাত্রলীগ সভাপতি’র মায়ের শয্যাপাশে সালাম মূর্শেদী এমপি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী গতকাল শুক্রবার দুপুর ১২টায় খুলনা মহানগর ছাত্রলীগের অসুস্থ মাকে দেখতে যান। নগরীর ফরটিস হাসপাতালে চিকিৎসাধীন মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের মা রিজিয়া বেগম। সেখানে গিয়ে সুজনের মায়ের সাথে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন সংসদ সদস্য।
একইসাথে হাসপাতালের চিকিৎসকদের কাছে তার চিকিৎসার খোঁজখবর নেন। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলেন। এর আগে তিনি রূপসায় চিকিৎসাধীন মহিলা আওয়ামী লীগ নেত্রী রেখা বেগমের বাড়িতে তাকে দেখতে যান। সেখানেও তার চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. এম এম মুজিবুর রহমান, রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন, মিয়া আরিফ হোসেন, গোলাম হাবিব সুমন, জিয়াউল আহসান টিটো, নোমান ওসমানি রিচি প্রমূখ।