নগর ছাত্রলীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যানির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ২৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এর সভাপতিত্বে এবং মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সভাপতি শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী।
এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দীন, মল্লিক আবিদ হোসেন কবির, বিএম সালাম, এ্যাড রজব আলী, নূর ইসলাম বন্দ, সরফ্উুদ্দীন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, শেখ মোঃ ফারুখ হোসেন, আবুল কালাম আজাদ কামাল, জেড এ মাহমুদ ডন, মুন্সি মোঃ মাহাবুব আলম সোহাগ, শ্যামল সিংহ রায়, এ্যাড. ফরিদ হোসেন, অধ্যাপক মিজানুর রহমান, এ্যাড. অলোকা নন্দা দাশ, মফিদুল ইসলাম টুটুল, অসিত বরণ বিশ্বাস, শেখ মোঃ আবু হানিফ, সফিকুর রহমান পলাশ, অভিজিৎ চক্রবর্তী দেবু, মোঃ ইমরান হোসেন, এ্যাড তারিক হোসেন মিন্টু, বিপুল মজুমদার। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোঃ খ ম জাকারিয়া। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।