January 19, 2025
আঞ্চলিককরোনালেটেস্টশীর্ষ সংবাদ

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল করোনা আক্রান্ত

দ. প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। তবে বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। শনিবার (৩ এপ্রিল) রাতে খুলনা খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে তিনি বিষয়টি তার ফেসবুক আইডিতে স্ট্যাটাসের মাধ্যমে সকলকে জানান।
নগর ছাত্রলীগ সূত্র জানায়, গত ৩১ মার্চ রাতে হঠাৎ আমাশয় ও শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকের পরামর্শে ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রাসেলকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করানো হয়। পরে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তাকে কেবিনে প্রেরণ করা হয়। পরবর্তীতে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে বর্তমানে তিনি আগের চেয়ে সুস্থ এবং নিজ বাসায় আইসোলেশনে আছেন।
এদিকে ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রাসেল এর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে নগর যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *