নগর ছাত্রলীগের বিশেষ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
নবগঠিত খুলনা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন কমিটির গঠন পরবর্তী খুলনায় আগমন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল বহস্পতিবার বাদ মাগরিব দলীয় কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফয়েজুল ইসলাম টিটো, মহানগর যুবলীগের সদস্য শেখ আব্দুল কাদের, মহানগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাস, তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, মাহামদুল হাসান শাওন, জব্বার আলী হীরা, জহির আব্বাস, রুবায়েত ইসলাম জুয়েল, পাপ্পু সরকার, বোরহান উদ্দীন সজিব, তাইজুল ইসলাম তাজ, দিদারুল আলম, কামরুল ইসলাম, লাবিব হাসান মিথুন, মেহেদী হাসান সুজন, ইয়াসির আরাফাত, আব্দুস সালাম, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, নাঈম সরদার, তায়েজুল ইসলাম তাজ, মাহামুদুর রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, তরিকুল ইসলাম তুফান, এম এ হোসেন সবুজ, শাহীন আলম, আহনাফ অর্পন, সাইফুল ইসলাম, সাজু দাশ, নাজমুল হক অয়ন, জসিম উদ্দীন, জিসান আরাফাত, জুয়েল শেখ, শংকর কুন্ডু, মাজহারুল ইসলাম পরশ, আবিদুর রহমান, ইমরান হোসেন বাবু, টিকলী শরীফ, দিপ্র দাশ, হাফিজুর রহমান, রুমান কবির পিকু, শেখ জুবায়ের ইসলাম এশা, মেহেদী হাসান সজিব, পরশ আহমেদ, আলভি, সৈকত দাশ, প্রিতম সাহা, মল্লিক কামরুজ্জামান রাজু, শিকদার শাওন, ইমদাদুল হক, রায়হান শেখ মুন্না, কাজী আল রিয়াজ, জোবায়ের হোসেন এশা, হৃদয় বনি, সরদার ফরহাদ হোসেন সুজন, শাহরিয়ান নেওয়াজ রাব্বি, ফয়সাল হোসেন অনিক, জসিম উদ্দীন, মেহেদী হাসান রাজু, শরিফুল ইসলাম, অভিজিৎ সরকার রাহুল, রওনাকুল ইসলাম রমি, রোহান রাজ, আলী হোসেন, শোভন হাওলাদার, জনি বসু, রুমান আহমেদ, মাহামুদুল হাসান, সাজ্জাদুল ইসলাম সাজু, আবিদ আল হাসান, রায়হান শেখ প্রমুখ।
সভায় খুলনা মহানগর ছাত্রলীগের সকল সদস্য, থানা ইউনিট, কলেজ ইউনিট ও ওয়ার্ড ইউনিট ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে মিছিল সহকারে আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় নগরীর শিববাড়ী মোড়ে আসার জন্য আহবান করা হয়।