নগর ছাত্রদলের সভাপতির পিতাসহ ৩ জনের মৃত্যুতে নগর বিএনপির শোক
খুলনা মহানগর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বাবু’র পিতা আঃ মান্নান (৭০) গত শনিবার দিবাগত রাত ৩টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিলাহি … রাজিউন)। মরহুমের জানাজার নামাজ গতকাল রবিবার বাদ জোহর ইসলামিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।
এদিকে ডাকসুর ছাত্র সংসদের সাবেক নির্বাচিত সদস্য ৮০ দশকের অন্যতম ছাত্রনেতা বেনজীর আহম্মেদ ফারুক (৫৩) গত শনিবার ভোর রাতে ঢাকায় মৃত্যুবরণ করেন। গতকাল বাদ আসর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জানাযার নামাজ এবং গোয়ালখালী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
অন্যদিকে সোনাডাঙ্গা থানা যুবদল নেতা হুমায়ুন কবির পলাশের পিতা বিএনপি নেতা আবু সাঈদ (৬৫) গত শনিবার দিবাগত রাত ২ টায় মৃত্যুবরণ করেন। মরহুমের নামাজের জানাযা নাজির ঘাট জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে মরহুমের মৃতদেহ বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তাদের মৃত্যুতে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং তাদের রুহের মাগফিরাত কামনায় বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, ফখরুল আলম, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন প্রমুখ।