নগর ও জেলা আ’লীগ কার্যালয়ের সম্প্রসারিত অংশের উদ্বোধন আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্প্রসারিত এবং নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন আজ বুধবার। সন্ধ্যা ৭টায় সম্প্রসারিত কার্যালয়ের উদ্বোধন করবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল। উদ্বোধন অনুষ্ঠানে মহানগর, জেলা, থানা, উপজেলা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।