নগর ও জেলা আ’লীগের যৌথ সভা আজ
খবর বিজ্ঞপ্তি
ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে আজ রবিবার সন্ধ্যা ৬টায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির যৌথ সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
সভায় মহানগর ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।