নগর ইসলামী আন্দোলনের মাসিক বৈঠক অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার বিকাল ৪টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির মাসিক বৈঠক নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত।
সভায় উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ আব্দুর রশীদ, গাজী ফেরদাউস সুমন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব মোমিনুল ইসলাম, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ ইমরান হোসাইন, ডাঃ মাওঃ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করীম, ইশা ছাত্র আন্দোলন নগর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ, মোঃ মেহেদী হাসান প্রমুখ।
সভায় কিছু দায়িত্বশীল পরিবর্তন করা হয়। সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওঃ ইমরান হোসাইন, প্রচার সম্পাদক ডাঃ নাসির উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল নোমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, মহিলা ও পরিবার সম্পাদক হাফেজ আব্দুল লতিফ এবং নির্বাহী সদস্য হিসেবে হাফেজ খায়রুল ইসলামকে মহানগর কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়।
এছাড়া আগামী ১৪ সেপ্টেম্বর নগরের ও ১৫-৩০ সেপ্টেম্বর ওয়ার্ডে ওয়ার্ডে প্রশিক্ষণ কর্মশালা এবং আগামী ১৮ সেপ্টেম্বর কয়রা, পাইকগাছায় ত্রাণ বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ