নগর ইসলামী আন্দোলনের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহর সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে দায়িত্বশীলদের দপ্তর ভিত্তিক প্রশিক্ষণ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
প্রশিক্ষণ কর্মশালায় বিষয় ভিত্তিক তারবিয়াত প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মাওঃ মুজাফ্ফার হোসাইন, শেখ হাসান ওবায়দুল করীম, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জি এম সজীব মোল্লা।
প্রশিক্ষণ কর্মশালায় আরোও উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মাওঃ দ্বীন ইসলাম, সহ-সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, সহ প্রচার আব্দুর রশীদ, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, সহ প্রশিক্ষণ মাওঃ হাফিজুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক মাওঃ আব্দুল্লাহ আল মাহমুদ ফয়সাল, শিক্ষা ও সংস্কৃতি মুফতী মনোয়ার হোসাইন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক আলহাজ্ব আমজাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, সংখ্যালঘু বিষয়ক আলহাজ্ব আবু তাহের, নির্বাহী সদস্য মুফতী মাহবুবুর রহমান, আলহাজ্ব মাওঃ ইমরান হোসাইন ও মাওঃ সিরাজুল ইসলামসহ থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় নগর সহ দপ্তর সম্পাদক প্রিন্সিপাল শফিকুর রহমান যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার জন্য ও কৃষি শ্রমিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ সহ সকল অসুস্থ নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়।