নগরীর ২২টি খালের অবৈধ দখল উচ্ছেদের দাবিতে অবস্থান ধর্মঘট
দ: প্রতিবেদক
গতকাল সোমবার সকল সাড়ে ১০টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে খুলনা মহানগরীর ময়ূর নদীসহ সংযুক্ত ২২ টি খালের সকল অবৈধ দখল উচ্ছেদ ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবিতে খুলনা নগর ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচী অনুষ্ঠিত হয়। একই দাবীতে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। অবস্থান ধর্মঘট কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন ও পরিচালনা করেন সংগঠনের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান বাবু, আফজাল হোসেন রাজু, মোঃ মিজানুর রহমান জিয়া।
কর্মসূচীতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ আশরাফ উজ জামান, আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস,এম দাউদ আলী, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট এর আহবায়ক এস,এম শাহনওয়াজ আলী, বিশিষ্ট নাগরিক নেতা ও সুজন জেলা সম্পাদক এ্যাড. কুদরত-ই-খুদা, খুলনা নাগরিক ফোরামের চেয়ারপার্সন নাজমুল আহমেদ স্বপন, সিপিবির নগর সভাপতি এইচ,এম শাহাদত হোসেন, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুল হাসান রুবা, ন্যাপের তপন কুমার রায়, সুজন মহানগর সভাপতি আলহাজ্ব লোকমান হাকীম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মোঃ নিজাম উর রহমান লালু, অধ্যাপক মোঃ আবুল বাসার, মামনুরা জাকির খুকুমনি, ওয়ার্কাস পার্টির শেখ মফিদুল ইসলাম, উন্নয়ন কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ মোঃ হাফিজুর রহমান, নারী নেত্রী রসু আক্তার, আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, গোপালগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, নিরাপদ সড়ক চাই (নিসচা)-র কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক এস,এম ইকবাল হোসেন বিপ্লব, জেলা সভাপতি মোঃ হাছিবুর রহমান হাছিব, সহ-সভাপতি মোঃ সেলিম খান, খুলনাবাসীর ডাঃ মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, আইন অধিকার বাস্তবায়ন ফোরামের বিভাগীয় সভাপতি এস,এম দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা মোঃ খলিলুর রহমান, কৃষক নেতা এস,এম চন্দন, দেশবাংলা একাডেমীর এ্যাড. মেহেদী ইনসান, আহত পঙ্গু ও মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির মহাসচিব মোঃ ইদ্রিস আলী খান, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, ১২১২ হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, উন্নয়ন কর্মী এস,এম আব্দুস সালাম, উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মাষ্টার বদিউর রহমান, সরদার রবিউল ইসলাম রবি, শামসুল কাদের, নুরুজ্জামান খান বাচ্চু, ইকবাল শফিকুর রহমান, আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আর রাফি নাজু, মোঃ আরজুল ইসলাম আরজু, রকিব উদ্দিন ফরাজী, অধ্যাপক মোঃ আজম খান, মুফতি মাওলানা মাহদি হাসান কাওসারী, মোঃ কামরুল ইসলাম, বিশ্বাস জাফর আহমেদ, জয়নাল আবেদীন বাবলু, উন্নয়ন কর্মী মোঃ আনোয়ার হোসেন, শেখ আইনুল হক, শাহানা আক্তার, ফিরোজ আহম্মেদ, আহম্মেদ ফিরোজ ইব্রাহীম তন্ময়, কাজী মিরাজ হোসেন, আতিয়ার রহমান সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণ করেন। একই দাবীতে আজ সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে।