নগরীর স্কুল-কলেজে কেএমপির সচেতনতামূলক প্রচারাভিযান
খবর বিজ্ঞপ্তি
‘গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিন’ শ্লোগানকে সামনে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর উদ্যোগে মহানগরীর বিভিন্ন স্কুল, কলেজে চলছে সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি দক্ষিণ মোহাম্মদ এহ্সান শাহ্ ও সহকারী পুলিশ কমিশনার খুলনা জোন কামরুজ্জামান পিপিএমসহ অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ, খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকা ও সকল শিক্ষয়িত্রীবৃন্দ।