নগরীর শীতার্ত দুঃস্থদের মাঝে কেসিসি’র কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রদত্ত কম্বল নগরীর দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক জেলা প্রশাসন-খুলনার সহায়তায় গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ৪, ২০, ২৬ ও ২৭ নং ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো: সাইফুল ইসলাম, কেসিসি’র সাবেক মেয়র প্যানেলের সদস্য মো: মনিরুজ্জামান খান খোকন, কাউন্সিলর মো: কবির হোসেন কবু মোল্যা, শেখ মো: গাউসুল আযম, মো: গোলাম মাওলা শানু, জেড এ মাহমুদ ডন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মোড়ল, সাধারণ সম্পাদক শেখ অহিদুজ্জামান, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চ ম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মীর মো: লিটন, ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক শেখ মো: রুহুল আমিন, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস হোসেন লাবু, সাধারণ সম্পাদক আলহাজ্ব এশারুল হক, আওয়ামী লীগ নেতা শাহ আলম মৃধা, আলহাজ্ব হায়দার আলী, মেহেদী হাসানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে সিটি মেয়র কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণকালে সিটি মেয়র সরকারের পাশাপাশি বিত্তবানদেরও শীতার্ত দু:স্থ মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়ে বলেন সাধ্যানুযায়ী সকলে এগিয়ে আসলে সমাজের অসহায় মানুষের শীতের কষ্ট দূর করা সম্ভব।