নগরীর শীতার্ত দুঃস্থদের মাঝে কেসিসি’র কম্বল বিতরণ অব্যাহত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গতকাল শুক্রবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত কম্বল বিতরণ করেন। খুলনা জেলা প্রশাসনের সহায়তায় এ কম্বল বিতরণ করা হয়।
সিটি মেয়র কেসিসি’র কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে কম্বল বিতরণ করছেন। সিটি মেয়র নগরীর ১৩, ১১, ১৫, ২৩, ০৫, ০৬, ০৩, ০২ ও ০১ নং ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা, মুন্সী আব্দুল ওয়াদুদ, ইমাম হাসান চৌধুরী ময়না, শেখ আব্দুর রাজ্জাক, মো: সাইফুল ইসলাম, মো: আব্দুস সালাম, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মো: ডালিম হাওলাদার, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, পারভীন আক্তার, কনিকা সাহা, আওয়ামী লীগ নেতা শেখ সৈয়দ আলী, নুরুল ইসলাম বন্দ, শাহিন জামাল পনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, সরকারের পাশাপাশি বিত্তবানদেরও শীতার্ত দু:স্থ মানুষের পাশে দাড়ানো উচিত। নিজ নিজ অবস্থান থেকে সকলে এগিয়ে আসলে সমাজের অসহায় মানুষের শীতের কষ্ট দূর করা সম্ভব। তিনি বলেন, খুলনা সিটি কর্পোরেশন নগরীর দারিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছে। ভবিষ্যতেও কেসিসি’র এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।