নগরীর যোগীপোলে অবৈধ স্থাপনা উচ্ছেদ কেডিএ
খবর বিজ্ঞপ্তি
খুলনার খানজাহান আলী থানার অর্ন্তগত যোগীপোল মৌজাধীন আর এস দাগ নং-৩৭৪৬ (অংশ) এর উপর ডাঃ গিরিন্দ্র নাথ কুন্ডু গং কর্তৃক খেলাপীভাবে নির্মিত স্থাপনা কেডিএ কর্তৃক সকল প্রকার আইনী প্রক্রিয়া সম্পন্ন করে এবং মালিক কর্তৃক খেলাপীভাবে নির্মিত অংশ অপসারণ না করায় কেডিএ কর্তৃক বৃহস্পতিবার সকাল ১০টায় খেলাপীভাবে নির্মিত স্থাপনা ভাঙ্গা হয়।
তৎপর দুপুর ১২টায় যোগীপোল মৌজাধীন হোল্ডিং নং-৬৭ এর উপর মোঃ ইলিয়াছ আকন্দ এর অননুমোদিত (বাণিজ্যিক) স্থাপনা ভাঙ্গা হয়। ভাঙ্গার কার্যক্রম চলার সময়ে কেডিএ’র অথরাইজড অফিসার, পরিচালক (প্রশাসন ও ব্যবস্থাপনা), কেডিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং ইমারত পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভাঙ্গার কার্যক্রমে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের সদস্যগণ সহযোগীতা করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ