নগরীর মুসলমানপাড়ায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর মুসলমান পাড়া রোডের বাঁশতলা মোড়ে মুসলমান পাড়া যুব সংঘের আয়োজনে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির।
২৪নং ওয়ার্ড পুলিশিং ফোরামের সহযোগিতায় অনুষ্ঠানে এলাকার আজিজুল, সাকিল, মেরাজ, জামাত, রানা, রাবি, শাহিন ইমন, ইয়াসিন, মিরাজসহ ২০/২৫জনের মাদক সেবন ও বিক্রেতারা সকলের সামনে অঙ্গীকার করেন তারা স্বাভাবিক জীবনে ফিরবেন।
২৪নং ওয়ার্ড পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ারুল ইসলাম আনু’র সভাপতিত্বে এবং সদস্য মো. জাকির হোসেন হাওলাদারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন খুলনা থানার সেকেন্ড অফিসার টিপু সুলতান, এসআই সুজিৎ, এসআই বিএম মনির, এসআই মাহফুজ, মাওলানা আব্দুস সাত্তার, মন্টু শিকদার, মঞ্জুর হাবিব বাবু, কাঞ্চন শিকদার, এসএম ইব্রাহিম আহমেদ, ইদ্রিস মোল্লা, দুলাল, বাবুল, বাহাদুর, দিপু, হাফিজ, জাহাঙ্গীর বিশ্বাস, বাচ্চু, রুস্তুম শিকদারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সভা শেষে যারা স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছে তাদের সম্মানে সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় শিল্পিরা গান ও নৃত্য পরিবেশন করেন।