নগরীর মশিউর রহমান বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি জুয়েল, সা: সম্পাদক আলম
দ. প্রতিবেদক
নগরীর মশিউর রহমান বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে জুয়েল-আলম পরিষদ সবগুলো পদেই নির্বাচিত হয়েছে। সভাপতি পদে ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাতা মার্কার প্রার্থী শেখ মো. জুয়েল। সাধারণ সম্পাদক পদে ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনারস মার্কার প্রার্থী মো. সাইফুল ইসলাম আলম।
গত বৃহস্পতিবার রাতে ভোটগণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. কামরুল। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. বাচ্চু, মো. বাবলু ও মো. ফায়েজ আহমেদ।
ঘোষিত ফল অনুযায়ী, সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন শেখ মো. গোলাম মোস্তফা খোকন (বাইসাইকেল) ও মো. জুম্মান খান (হরিণ), সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন (গরুর গাড়ী) ও মো. শেখ মাহমুদ সানি (আম), কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন মো. আসাদুজ্জামান লিটন (আলমারী), সাংগঠনিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হয়েছেন মো. সবুজ জমাদ্দার, দপ্তর সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. মাসুদ রানা (বই), প্রচার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. কবির আহম্মেদ (মাইক)। কার্যকরী সদস্যের ৯টি পদে বিজয়ী হয়েছেন প্রদীপ সাহা (হাতপাখা), মো. চুন্নু ঢালী (টেবিল ফ্যান), মো. রফিকুল ইসলাম রফিক (হাঁস), মো. আসাদুজ্জামান আসাদ (কলস), মো. শাহিদুর রহমান (ব্যাট বল), মো. হারুন অর রশিদ (কলম), মো. রাজু খান (টুপি), মো. আকিবুল ইসলাম (টেবিল) ও মো. রিপন শেখ (ঘোড়া)।