April 22, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশিক্ষা

নগরীর বয়রা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি
নগরীর বয়রা মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি শেখ হাসান ইফতেখার চালুকে সোমবার বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আবুল হাছানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন ও কোতয়ালী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মমিন। অনুষ্ঠানে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তৃতা করেন সহকারী প্রধান শিক্ষক বাবু দিলীপ কুমার পাল ও কমিটির নবনির্বাচিত সাধারণ শিক্ষক প্রতিনিধি এম এ ওহাব বুলবুল।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির অভিভাবক সদস্য শেখ গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক যথাক্রমে আশিষ কুমার দাশ, সরস্বতি রাণি ভাদুড়ি, খাদিজা রহমান, মোঃ রুবায়েত হোসেন, স্বপ্না পারভীন, মনোরঞ্জন সরদার, মোঃ আশেক বিল্লাহ, মোঃ সেলিম মোল্লা ও সাবেক কৃতি শিক্ষার্থী শেখ জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানে সকলে মিলে বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষার্থীবান্ধব কর্মপরিকল্পনার মাধ্যমে শিক্ষাদান, ঐতিহ্য তথা গুণগত শিক্ষার পরিবেশ ও বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *