May 9, 2025
আঞ্চলিক

নগরীর বড় বাজারের ব্যবসায়ীর মৃত্যু : শোক

খবর বিজ্ঞপ্তি

বড় বাজার কালী বাড়ি রোডের নিউ পল্লী ভান্ডারের স্বত্বাধিকারী ও খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সদস্য বিধান চন্দ্র পোদ্দার পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মৃত হয়। আজ রবিবার প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বড় বাজার সকাল থেকে দুপুর ১২টা বন্ধ রাখা হবে। ব্যবসায়ী বিধান চন্দ্র পোদ্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হচ্ছেন সমিতির প্রধান উপদেষ্টা ও চেম্বার সভাপতি কাজি আমিনুল হক, সমিতির সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক এম এ মতিন পান্না, আলহাজ্ব হায়দার আলী, মো. নাসির উদ্দিন দেওয়ান, মো. সোহাগ দেওয়ান, অনিল পোদ্দার, হাজি সিরাজুল হক, রফিকুল ইসলাম টিপু, আলহাজ্ব মো. আমিন, সৈয়দ বোরহান উদ্দিন, অরবিন্দু কুমার সাহা, গোলাম সারোয়ার পিন্টু, প্রদীপ কুমার সাহা মনো, এ কবীর আহমেদ, তপন সাহা, গৌর সুন্দর মন্ডল, ননী গোপাল সাহা, সুশান্ত মন্ডল, মো. ইউসুফ হোসেন, মো. ঝুনু মোল্লা, মো. হাফিজ সরদার, বেগ সাব্বির মাহমুদ, গোপাল সাহা, সনজিত মল্লিক, এম হাদিউজ্জামান,ওয়াহিদুজ্জামান বিপ্লব, সত্য প্রিয় সোম বলাই, সুব্রত হালদার তপা, তোতন হালদার, শামীম হাসান তুহিন, নাজমুস সাদাত আজাদ, প্রদীপ সাহা, অরুন রায় শিবু, শেখর রায়, উজ্জল ব্যানার্জী ও শ্যামল সাহা। নেতৃবৃন্দ প্রয়াতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *