নগরীর বৈকালি এলাকায় চোরের উপদ্রব বেড়েছে
দ: প্রতিবেদক
নগরীর বৈকালি, মুজগুন্নী, জংশন বাজার রোড সহ আশপাশ এলাকায় ঘড় ও দোকানে চুরি সংঘঠিত হচ্ছে। নেশায় আসক্ত অল্প বয়সি যুবকরা ও মুখোসধারী মহিলারা প্রায় টাকা, মোবাইল ও বিভিন্ন মালামাল চুরি করছে বলে ভূক্তভোগীদের অভিযোগ। জংশন বাজার রোডে হক পোল্টি থেকে গত ২২-০১-২০১৯ তারিখে নগদ ১০ হাজার টাকা চুরি হয়।মুজগুন্নী প্যাটকাবাজার এলাকায় রশিদের ভারাটে বাড়ি চুরি সংগঠিত হয়। উত্তর মুজগুন্নী প্রাক্তন নৌবাহিনীর সদস্য বাড়ি থেকে ১৩-০৩-২০১৯ মোবাইল সহ টাকা চুরি হয়েছে। গতকাল সকাল ৯.৩০ মিনিট এর দিকে নগরীর জংশন বাজার রোডে স্বাধীন এন্টার প্রাইজের মোবাইল লোড ও প্লাক্রির দোকান থেকে ঝাপ খুলে চোর ও চোরেরা নগদ ৬৬ হাজার টাকা, ১০ হাজার টাকা লোড করে ৪ টি মোবাইল, একটি কম্পিউটর মনিটর ও কিছু খুচরা যন্ত্র সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। এব্যাপারে ভূক্তভোগী স্বাধীন এন্টার প্রাইজের পক্ষ থেকে খালিশপুর থানায় একটি অভিযোগ দ্বায়ের করেছে।খালিশপুর থানার এস.আই রফিক ঘটনাস্থল পরিদর্শ্ন করেন।এলাকাবাসির অভিযোগ রাজনৈতিক ও প্রভাশালীদের ছত্র-ছায়ায় আইন প্রয়োগকারি সংস্থার চোখ ফাকি দিয়ে মাদক ব্যাসায়ী ও সেবন কারিরা সু-কৌশলে গভীর রাতে মাদক বিক্রি ও সেবন করছে।পালপাড়া রোড, ফকির বাড়ি রোড, মুজগুন্নী রোড, বাস্তহরা, কাস্টম রেল লাইন এলাকা, মুজগুন্নী আন্সারউদ্দিন রোড, খুলনা মহিলা কলেজ বাউন্ডারি রোড, এ সকল রোডে মাদক ব্যবসায়ীরা তৎপর আছে বলে জানা য়ায়।