December 21, 2024
আঞ্চলিক

নগরীর বিভিন্ন স্কুল ও কলেজের সামনে থেকে অর্ধশতাধিক কিশোর আটক

দ. প্রতিবেদক
স্কুল ও কলেজ গামী ছাত্রী ও অভিভাবকদের গমনাগমন নির্বিঘœ ও নিরাপদ করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের অভিযানে নগরীর বিভিন্ন স্কুল ও কলেজের সামনে থেকে অর্ধশতাধিক কিশোরকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাড়াশি এ অভিযান পরিচালনা করা হয়। নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। এই ধরণের কর্মকান্ডের পুনরাবৃত্তি ঘটবে না এই শর্তে মুচলেকা গ্রহণপূর্বক তাদের অভিভাবকদের নিকট সোপর্দ করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর ও মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, কেএমপি কমিশনার খন্দকার লুৎফুল কবিরের নির্দেশনায় গতকাল বুধবার সকালে নগরীর স্কুল, কলেজ গুলোর সামনে পৃথকভাবে অভিযান পরিচালনা করে পুলিশ। স্কুল ও কলেজের সামনে ও যাতায়াতের রাস্তায় যাতে কোন ছাত্রী ও অভিভাবকগণ উত্যক্তকারী কোনো যুবক বা কিশোরের শিকার না হয় সে লক্ষ্যে কেএমপি পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *