January 21, 2025
আঞ্চলিকলেটেস্ট

নগরীর বানরগাতি বাজারে আগুনে পুড়লো অর্ধশত দোকান

দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর বানরগাতী বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১ টায় এ অগ্নিকান্ডের সূচনা ঘটে। রাত আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা।
স্থানীয়রা জানান, মধ্যরাতে হঠাৎ বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও ৩টি ইউনিট গিয়ে একসাথে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকান্ডে বাজারের ছোট বড় মিলে প্রায় ৫ টির মতো দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। এরকম ২ টি মুদি দোকান বাকিগুলো কাঁচামালের।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রাত দেড়টার দিকে বানরগাতী বাজারে অগ্নিকান্ডে খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সিনিয়র স্টেশন অফিসার সৈয়েদুজ্জামানের নেতৃত্বে বয়রা স্টেশন ও টুটপাড়া স্টেশন থেকে ৫টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
বানরগাতি এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ রাসেল জানান, বানরগাতি কাঁচা বাজারে আগুনে পুড়ে গেছে প্রায় ৫০টি দোকান। তার তথ্যমতে, কাঁচা বাজারের ভিতরে একটি চায়ের দোকান ছিল সেখানে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুন লেগেছে।
বাজারের সাধারণ সম্পাদক মজিবর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত দোকান পুড়ে গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *