September 8, 2024
আঞ্চলিকলেটেস্ট

নগরীর ফলের আড়তে ফরমালিন পরীক্ষা কেএমপির

খবর বিজ্ঞপ্তি

রাসায়নিক মিশ্রিত ফল বাজারজাত ও গুদামজাত বন্ধে নজরদারির অংশ হিসাবে গতকাল বেলা ১১টায় কেএমপি’র রাসায়নিক মিশ্রিত ফল বাজারজাত ও গুদামজাত বন্ধে নজরদারি কমিটির নেতৃত্বে সোনাডাঙ্গা মডেল থানাধীন নিউ মার্কেট এলাকায় ফলের দোকানে; গ্রীন হাউজ রেস্টুরেন্ট এবং দৌলতপুর থানাধীন ফল মার্কেট; সেইফ এবং সেইভ মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন রাশিদা বেগম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি); মোঃ মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (ডিবি), মোঃ মমতাজুল হক, অফিসার ইনচার্জ (সোনাডাঙ্গা মডেল থানা); মোঃ আবু জায়েদ, সিনিঃ এক্সজামিনার (কেমিকেল)সহ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন, খুলনা এর অন্যান্য প্রতিনিধিগণ। ফলের আড়তে অভিযানকালে বিএসটিআই এর ভ্রাম্যমান ল্যাবের মাধ্যমে বিভিন্ন ফলের ফরমালিন পরীক্ষা করা হয়। উক্ত পরীক্ষাকালে কোন ফলে ফরামালিন পাওয়া যায়নি।

অভিযান শেষে ফলের দোকানে বা আড়তের মালিক, শ্রমিক ও জনসাধারণকে ফলসহ অন্যান্য ভোগ্যপণ্যে রাসায়নিক মিশ্রিত না করার জন্য অনুরোধ জানানো হয়। ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *