নগরীর পুরোহিত-সেবায়েত ও কর্মহীনদের মাঝে পূজা উদযাপন পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের বেহালার একটি মানবিক পরিবারের সহায়তায় এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার তত্ত¡াবধানে খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে গতকাল বুধবার বেলা ১১:৩০টায় মহামারী করোনায় গৃহবন্দী খুলনা মহানগরীর বিভিন্ন মন্দিরের পুরোহিত, সেবায়েত ও কর্মহীন অসহায় মানুষের মাঝে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুÐু, গৌতম লস্কর, রতন কুমার নাথ, বিশ্বজিৎ দে মিঠু, বিকাশ কুমার সাহা, বিপ্লব সাহা লব, বিপ্লব মিত্র, রামচন্দ্র পোদ্দার, সোহাগ দেওয়ান, রণজিৎ মখোপাধ্যায়, সুরেশ চক্রবর্ত্তী। এছাড়াও উপস্থিত ছিলেন উজ্জ্বল ব্যানার্জী, বরীন দাস, বাবু শীল, ভবেশ সাহা, মানিক শীল, শিবনাথ ভট্টাচার্য, অলোক সাহা, রূপন দে, মিঠুন বিশ্বাস প্রমুখ। খাদ্যসামগ্রী বিতরণান্তে উপস্থিত সকলে সমবেতভাবে মহামারী করোনাভাইরাস থেকে দেশবাসী ও বিশ্ববাসীদের পরিত্রাণের জন্য মহান ¯্রষ্টার উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয়।