নগরীর পাইওনিয়ার স্কুলে মহিলা হ্যান্ডবল ও ভলিবল টুর্ণামেন্ট উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু এবং স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বিগত দিনে ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস বিকৃতির মত হীনমন্যতা জাতির জন্য পরিতাপের বিষয়।
সিটি মেয়র গতকাল সোমবার সকালে নগরীর পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়েছ খান স্মৃতি মহিলা হ্যান্ডবল ও ভলিবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খুলনা জেলা মহিলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে।
সিটি মেয়র আরো বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। জাতীয় পর্যায়ের খেলাধুলায় খুলনার ছেলে-মেয়েরা সুনাম অর্জন করছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে নিয়মিত ক্রীড়া চর্চায় তাদেরকে উৎসাহ দিতে হবে।
মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হোসনে আরা খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মঈন উদ্দিন হাসান এবং খুলনা আইনজীবী সমিতির সভাপতি ও খুলনা জেলা ফুটবল এ্যাসোশিয়েশনের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কেসিসি’র সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর হালিমা ইসলাম। কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর আমেনা হালিম বেবীসহ মহিলা ক্রীড়া সংস্থার সদস্যগণ, নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মহিলা ক্রীড়াবিদগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর সোনাডাঙ্গায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও মোমবাতি জ্বালিয়ে ভারতীয় সহকারী হাই কমিশনের খুলনাস্থ ভিসা এ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করেন। ভারতের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও কেসিসি’র সাবেক মেয়র কাজি আমিনুল হকসহ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তা ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
সকাল ৮টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ দেলোয়ারা বেগম, ৩১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জিয়াউল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম তালুকদারসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।