নগরীর পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ
খবর বিজ্ঞপ্তি
পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদার করতে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তাদের সাথে এক সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভায় সিটি মেয়র প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ প্রতিরোধসহ ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বরের ঝুঁকি প্রশমনের লক্ষ্যে মশক নিধন, জীবাণুনাশক স্প্রে ও পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বর্ষা মৌসুমের পূর্বে নিয়মিত ড্রেন ও ঝোপঝাড় পরিস্কার করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। সিটি মেয়র করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে সকলকে সতর্কতা অবলম্বন ও প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাহে রমজানে এ রোগের প্রাদুর্ভাব রোধে মহান আল্লাহ পাকের নিকট দোয়া কামনার জন্য আহবান জানান।
কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, কঞ্জারভেন্সী অফিসার মো: আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সী কর্মকর্তা নুরুন্নাহার এ্যানী, মো: আব্দুর রকিব, এস এম আব্দুল ওয়াদুদ, মোল্লা মারুফ রশীদ ও মো: জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।