নগরীর তেতুলতলা মোড়ে চামেলী হকার্স মার্কেটের উদ্বোধন
দ. প্রতিবেদক
গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর কেডিএ এভিনিউ তেতুলতলা মোড় সংলগ্ন চামেলী হকার্স মার্কেটের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মার্কেটের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, ১৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক হাজী মোতালেব মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সোহেল, মহানগর যুবলীগের সদস্য আব্দুল কাদের শেখ। সভাপতিত্ব করেন চামেলী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ রাসেল মিয়া। ফিতা কেটে উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করা হয়।
উদ্বোধনের দিনই মার্কেটে বিভিন্ন দোকানে নানা ধরণের পন্য সাজিয়ে বসেছে। মার্কেটে মোট ২৪টি দোকান রয়েছে। এখানে স্বল্প মূল্যে কসমেটিকস, থ্রি পিস, জুতা, ওড়না, শাড়িসহ বিভিন্ন ধরনের পন্য বিক্রি হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে কেনা বেচা করার জন্য অনুরোধ করেছেন মার্কেট পরিচালনা কমিটি। মার্কেটের প্রবেশে মাস্ক বাধ্যতামূলক বলে কমিটি নির্দেশনা দিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ