নগরীর তিন শতাধিক চায়ের দোকানদারকে খাদ্য সামগ্রী উপহার দিলেন শেখ সুজন
দ. প্রতিবেদক
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপির নির্দেশনায় খুলনা মহানগরীর তিন শতাধিক চায়ের দোকানদারকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেছেন খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
আজ রবিবার নগরীর খালিশপুর ও দৌলতপুর থানার চায়ের দোকানদারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে খুলনা মহানগরীর ফুটপাতের চায়ের দোকানদাররা বর্তমানে সব থেকে দুরূহ পরিস্থিতি পার করছে। দোকান বন্ধ থাকায় অর্ধাহারে অনাহারে দিন যাচ্ছে তাদের। এমন তিন শতাধিক চায়ের দোকানদারের পাশে দাঁড়িয়েছেন খুলনা মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। খালিশপুর ও দৌলতপুর থানার চায়ের দোকানদারদের মাঝে রবিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য থানায় ও ওয়ার্ডেও চায়ের দোকানদারদের মাঝে বিতরণ করা হবে।
এ বিষয়ে নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন জানান, আমরা বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়াচ্ছি। তারই অংশ হিসেবে আমরা চায়ের দোকানদার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমাদের ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের মাধ্যমে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে অসহায় চায়ের দোকানদারদের মাঝে।