নগরীর ইষ্টার্ণগেটে ভয়াবহ অগ্নিকান্ড : বসতবাড়ী পুড়ে ছাই
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর ইষ্টার্ণগেট মাছ বাজারের পিছনে মশিয়ালী গ্রামের ইষ্টার্ণ জুটমিলের শ্রমিক মোঃ ওয়াজেদ মিয়ার বসত ঘরে গতকাল সন্ধা পৌনে ৭টায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
খানজাহান আলী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ সোয়েব মুন্সি জানান, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ও স্থানীয়দের সহযোগীতায় প্রায় ৩০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রনে আনি। ততক্ষণে ঘরের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও সৌভাগ্য বসত ঘরের ভিতর থাকা ২টি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়নি। এতে করে বড় ধরনের দুর্ঘটনা থেকে এলাকাবাসী রক্ষা পেয়েছে। প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।