নগরীতে ৯ বছর পলাতক থাকার পর খুনের আসামী গ্রেফতার
দ: প্রতিবেদক
নগরীতে ৯ বছর পলাতক থাকার পর সোহাগ সাহা (৩৮) নামে এক খুনের আসামীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত রবিবার (১০ নভেম্বর) রাতে খুলনা থানাধীন শামসুর রহমান রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক সোহাগ ওই এলাকার স্বপন সাহার ছেলে।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গ্রেফতার সোহাগ খুলনা থানার মামলা নং-১৯ (০৬)১০, পেনাল কোডের ধারা-৩০২/৩৪ এর এজাহার নামীয় পলাতক আসামী। উক্ত আসামী দীর্ঘ ৯ বছর ভারতে পলাতক ছিলেন এবং তিনি শীর্ষ সন্ত্রাসী জুনায়েদ চৌধুরী বাবুর @ গ্রেনেড বাবুর সহযোগী।