নগরীতে ৯ দিন পর অপহৃত কিশোরী উদ্ধার, দুই অপহরণকারী আটক
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীতে মুক্তিপণের টাকা নিতে এসে র্যাবের হাতে আটক হয়েছে দুই অপহরণকারী। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর ফরাজীপাড়া রোডের ফুল মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। নগরীর লবণচরা থানাধীন মোহাম্মদনগর থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়েছিল।
আটকরা হলেন- সাতক্ষীরা জেলার আশাশুনি থানার গদাইপুর গ্রামের গফুর মোল্যার ছেলে নবী মোল্ল্যা (২৯) ও আব্দুল কবির (২১)। তারা বর্তমানে খুলনা সদর থানাধীন গ্রীনল্যান্ড আবাসন এলাকার ভাড়াটিয়া।
র্যাব সূত্র জানায়, গত ২০ ফেব্রæয়ারি নগরীর লবণচরা থানাধীন মোহাম্মদনগর থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। তার পিতার কাছ থেকে দশ হাজার টাকা নেওয়ার জন্য অপহরণকারীরা ঘটনাস্থলে অবস্থান করছিল। অভিযোগ পেয়ে র্যাব-৬ এর মেজর মো. আনিস-উজ-জামান এবং এএসপি তোফাজ্জল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক করা হয় এবং অপহৃতকে উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও তিনটি সীমকার্ড উদ্ধারা করা হয়। তাদেরকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।