নগরীতে ৯’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
দ: প্রতিবেদক
খুলনায় ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইয়াদ আলী (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লবণচরা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তাকে আটক করা হয়। আটক ব্যক্তি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন নারায়নপুর গ্রামের মৃত বসরত আলীর ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড পিআর) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, লবণচরা থানার অফিসার ইনচার্জ শেখ আবুল খায়ের এর নেতৃত্বে লবণচরা থানা পুলিশের একটি টিম জিরোপয়েন্ট মোড়ে চেকপোস্ট ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জিরোপয়েন্ট মোড়ে অবস্থিত বনফুল পরিবহনের টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ইয়াদ আলীকে আটক করে। এসময় তার শরীর তলাশী করে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।