নগরীতে ৮ হাজার কেজি চালসহ গ্রেফতার দুই আসামী রিমান্ডে
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর রূপসা সেতু সংলগ্ন মেসার্স রূপসা অটো রাইস মিল থেকে আট হাজার ১০ কেজি সরকারি চাসহ গ্রেফতার দুই জন আসামিকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুস সামাদ এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- বটিয়াঘাটা উপজেলার ১নং ওয়ার্ড খাড়াবাদ গ্রামের আফছার আলী আকুঞ্জীর পুত্র মোঃ সামসুল ইসলাম ওরফে শাহাজাদা আকুঞ্জি (২৮) এবং মোড়েলগঞ্জ উপজেলার ৭নং ওয়ার্ড কুটিবাড়ি গ্রামের হামিদ উদ্দিন তালুকদারের পুত্র মোঃ মোস্তফা কামাল তালুকদার (৪৮)।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৬ এর একটি টিম ওই রাইস মিলে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের সিল মোহরযুক্ত ২শ’৬৭ বস্তা চালসহ মোঃ সামসুল ইসলাম ওরফে শাহাজাদা আকুঞ্জি (২৮) এবং মোঃ মোস্তফা কামাল তালুকদার (৪৮) কে গ্রেফতার করে। ওই সময় ঘটনাস্থল থেকে মোঃ আতিকুর রহমান আকুঞ্জি (৫০) নামে একজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর লবনচরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয় যার নং ২৭।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ