October 18, 2024
আঞ্চলিকলেটেস্ট

নগরীতে ৮৩ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কসাইখানা নির্মাণের উদ্যোগ

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগরীতে ৮৩ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কসাইখানা নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে খুলনা সিটি কর্পোরেশন। নগরীর হরিণটানা থানাধীন খুলনাসাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন রাজবাধ এলাকায় এক একর জমির ওপর বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায়মডার্ণ সেমি অটোমেটিক ¯øটার হাউজনামে কসাইখানাটি নির্মাণ করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসি প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রকল্পটি বাস্তবায়িত হলে স্বাস্থ্যসম্মতভাবে গ্রাহকের নিকট মাংস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ দূষণও বহুলাংশে হ্রাস পাবে উল্লেখ করে সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতায় জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় প্রকল্পটি ব্যাপক মিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের লাইভস্টক এন্ড ডেইরী ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, চীফ টেকনিক্যাল এক্সপার্ট . গোলাম রব্বানী, উপপ্রকল্প পরিচালক প্রকৌশলী পার্থ প্রদীপ সরকার, কেসিসি প্যানেল মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না, মো: আলী আকবর টিপু, মেমরী সুফিয়া রহমান শুনু, প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো: নাজমুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরখুলনার উপপরিচালক মাসুদ আহমেদ খান, খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আব্দুল হান্নান, খুলনার অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুণ কান্তি মন্ডল, গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা (এজি, হেড কোয়ার্টার) ডা. মো: শাহাবুদ্দিন, কেসিসি সিনিয়র ভেটেরিনারী অফিসার ডা. মো: রেজাউল করিম, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *