January 21, 2025
আঞ্চলিক

নগরীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

দ: প্রতিবেদক

নগরীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। আটকরা হলেন- বাগেরহাটের মোল্লাহাট থানাধীন মোঃ শাফায়েতের ছেলে মোঃ ইমরান ফয়সাল (২৬) ও ঝিনাইদহের কালিগঞ্জ থানাধীন নলভাঙ্গা শেখ বাড়ির হুমায়ুন কবিরের ছেলে শেখ আম্মান কবির আকাশ (২২)। তারা দু’জনেই সোনাডাঙ্গা মডেল থানাধীন ১৫/১ নবীনগর মসজিদ রোড তিন তালার ভাড়াটিয়া।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ১৫/১ নবীনগর মসজিদ রোডস্থ পুষ্প এর বাড়ির তিন তলার পূর্ব পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৮০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানা মডেল থানার মামলা নং-২৬, তারিখ: ২৮/০১/২০, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *