নগরীতে ৭৮১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৫
দ. প্রতিবেদক
খুলনায় ৭৮১ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়লব্ধ নগদ ৪ হাজার ২ শত টাকাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থানাধীন নিরালা আবাসিক এলাকার ০১নং রোডস্থ ১৮১নং বাড়ী থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রূপসা থানাধীন আইচগাতী এলাকার আবুল কালাম আজাদ এর ছেলে মেহেদী আজাদ (৩০), মেহেদী আজাদ এর স্ত্রী রেহেনা শেখ (২৬), গাইবান্ধা জেলার সাঘাটা এলাকার মৃত মূসা আলী মন্ডল এর ছেলে মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (৪৮), রূপসা থানাধীন আইচগাতী এলাকার আবুল কালাম আজাদ এর স্ত্রী নাজমা আজাদ (৪২) ও তার কন্যা কানিজা আজাদ উর্ম্মী (২৮)।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে খুলনা থানার মামলা নং-২, তারিখ-০৩/১০/২০২০, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ