নগরীতে ৫০ পিস ইয়াবাসহ আটক ১
দ: প্রতিবেদক
নগরীতে অভিযান চালিযে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত ইমরান হায়দার সবুজ (২৪) নগরীর দৌলতপুর থানাধীন পাবলা মধ্যপাড়া এলাকার মৃত জাকির হোসেনের ছেলে। কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর থানাধীন নতুন রাস্তা পুলিশ বক্স সংলগ্ন সোহাগ হোটেলের সামনে থেকে তাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।